ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৪ ওয়ার্ডে কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৯ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অন্তর্গত ৪৭, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিগুলোকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করারও নির্দেশ দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের  ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।

কমিটিগুলো হলো, ৪৭ নম্বর ওয়ার্ড মো. সোহেল মাহমুদ সভাপতি ও জি এম হাসান গাজী সাধারণ সম্পাদক এবং ৫২ নম্বর ওয়ার্ডে মো. দবিরুল ইসলাম দবির সভাপতি ও আরিফুর রহমান রুবেল সাধারণ সম্পাদক করা হয়। 

এছাড়া ৫৩ নম্বর ওয়ার্ডে মো. হানিফ সরকার সভাপতি ও মো. আব্দুল বাতেন তালুকদার সাধারণ সম্পাদক এবং ৫৪ নম্বর ওয়ার্ডে মো. নাজমুল হাসান ফয়সাল পিংকু সভাপতি ও মো. রাজিব সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর এই ওয়ার্ডগুলোতে ত্রি-বার্ষিক সম্মেলন করে দক্ষিণ যুবলীগ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি