ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মোশারফ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০২, ১২ মে ২০২৪

Ekushey Television Ltd.

কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১১ মে) রাতে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির ঘোষণা দেন।

কমিটিতে স্থান পাওয়া অন্য তিনজন হলেন- সিনিয়র সহ-সভাপতি টিটু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হল আকাশ এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। 

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে সম্মেলনের কাউন্সিলর-ডেলিগেটদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হলো। স্বল্প সময়ের মধ্যেই কুমিল্লা মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

দীর্ঘ ৯ বছর পর শনিবার কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। 

এতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে রাখেন ছাত্রলীগের সহ সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি সাইফুল্লা আব্বাছী অনন্ত, সহ- সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক নূরন্নবী প্রিন্স, উপ বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির দীপু, উপ-কারিগরী শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রূহুল আমিনসহ প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি