ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৬ জুন ২০২৪ | আপডেট: ১৫:৪৬, ১৬ জুন ২০২৪

সেন্টমার্টিন দখল হচ্ছে, এসব বলে গুজব ছড়ানো হচ্ছে। সরকার সব বিষয়ে খোঁজ খবর রাখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান বাহিনী গুলি করেছে। আমরা সতর্ক আছি। ২৪ ঘণ্টাই বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, তা অমলূক নয়। সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে।

তিনি বলেন, গায়ে পড়ে কারও সাথে ঝগড়া নয়, কোন উস্কানিতে যুদ্ধ করবে না বাংলাদেশ। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

সেতুমন্ত্রী বলেন, আমরা কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করবো না। কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ, আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এ ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দল হিসেবে ব্যর্থতার দায় স্বীকার করেই তাদের কমিটি বিলুপ্ত করেছে।

ওবায়দুল কাদের জানান, ঈদযাত্রায় শুক্রবার একদিনে পদ্মাসেতুতে ৫ কোটি ও বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে এবং ঈদযাত্রা সার্বিকভাবে নির্বিঘ্ন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি