ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিরোজপুর বিএনপির কার্যালয়ে ‘পুলিশের’ তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে পুলিশ তালা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কারণে শনিবার দলটির নির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে গেছে বলে জানান নেতারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, তাদের জেলা কার্যালয়ে শনিবার পিরোজপুর পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু এবং বিকালে চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া অনুষ্ঠান ছিল।

তিনি বলেন, আজ সকালে আমিসহ জেলার বেশকিছু নেতৃবৃন্দ যখন অফিসে প্রবেশ করতে চাইলে পুলিশ আমাদের বাধা দেয়। এসময় অফিসের পিয়ন দিয়ে অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেয়। এসময় পুলিশ আমাদের জানায় আজ বিএনপি অফিসে কোনো প্রকার অনুষ্ঠান করা যাবে না।

তার সঙ্গে দলের জেলা সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, মির্জা জহুরুল হক, ছরোয়ার হোসেন হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাদির খান রাজু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদল নেতা তানজীদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশের কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি