ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রধান বিচারপতির ছুটিতে সরকারের হাত নেই : তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৪ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতি বিধি সম্মতভাবেই ছুটিতে যান আবার ফেরত আসেন। এই ব্যাপারে সরকারের কোনো হাত নেই, তিনি স্বাধীনভাবে কাজ করেন। প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপির বক্তব্য ‘ভ্রান্ত প্রচারণা’।

আজ শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে, যা সঠিক নয়। বিএনপি একবার আদালতের রায়ে উল্লাস প্রকাশ করে, আবার অন্য রায়ে বিক্ষোভ করে। তারা আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না, আদালতকে ব্যবহার করতে চায়।

ইনু বলেন, সরকার আদালতের উপর হস্তক্ষেপ করে না যার প্রমাণ আদালতের ষোড়শ সংশোধনী বাতিলের রায়। নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে কী করবে না সেই সিদ্ধান্ত আজও নিতে পারেনি। তারা নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি