ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

তফসিল ঘোষণার আগে প্রার্থী মনোনয়ন নয় : ড. হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫২, ২৮ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তফসিল ঘোষণার পরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ, তার আগে নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ? একুশে টেলিভিশন অনলাইন প্রতিবেদকের করা এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অনেকেই প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেয়েছেন দাবি করছেন। এ ব্যাপারে হাছান মাহমুদ বলেন, দেখুন, মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। তারা অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করছেন। তিনি তাদেরকে কাজ করতে উৎসাহ দিচ্ছেন। কাজ তো সবাই করতে পারে। কাজের সাথে মনোনয়নের কোনও সম্পর্ক নেই।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নেত্রী প্রার্থী ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বৃহষ্পতিবার ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকের ইন্তেকালের পর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শুন্য হয়।

 

এএ/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি