ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মৌলবাদকে পরাজিত করে জয় ছিনিয়ে আনতে হবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ০০:৪৪, ৮ মার্চ ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মৌলবাদী শক্তিকে পরাজিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। এজন্য আমাদের শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতা বিশ্বাস করে না।

জনসভা পরিচালনা করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে জনসভা শুরু হয়।

এর আগে জনসভা মঞ্চে সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্ববোধক গান বাজানো হয়। জনসভা শুরুর আগে দলের সাংসদ মমতাজ গান পরিবেশন করেন।

টিকে/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি