ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্যারিস্টার তাপসের পদত্যাগপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৬ মার্চ ২০১৮

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ বলে জানিয়েছেন আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম।  গতকাল রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি পদত্যাগপত্র পাঠান তিনি। কিন্তু আওয়ামী লীগ তা গ্রহণ করেনি। 

এবিষয় জানতে চাইলে আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার তাপস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।  তবে পার্টির সিদ্ধান্ত ও সবার অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সচিব হিসেবে বহাল থাকছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৪টি পদের মধ্যে মাত্র ৪টিতে জয়লাভ করে। আর বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেন। নির্বাচনে সমন্বয় পরিষদের পরাজয়ে ব্যারিস্টার তাপস এ সিদ্ধান্ত নেন বলে একাধিক সূত্র জানায়।

টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি