ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মির্জা ফখরুলের মা লাইফ সাপোর্টে   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ১০ এপ্রিল ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে (৮৬) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। 

মঙ্গলবার ভোরে অবস্থার অবনতি হলে ফাতেমা আমিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।   

বিএনপি মহাসচিব ফখরুলসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে রয়েছেন। ফাতিমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। 

উল্লেখ্য, ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এরশাদ সরকারের আমলে মন্ত্রী ছিলেন।

একে//এসি    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি