ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিএনপির বহু নেতা জাতীয় পার্টিতে যোগ দেবেন: এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৩ এপ্রিল ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি। বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন। আজ সকালে রাজধানীর বারিধারায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। পঞ্চম ও ষষ্ঠ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচিত হন আলমগীর।
এরশাদ বলেন, দেশের সবখানেই এখন অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়। বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি।
হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ, সারাবিশ্ব এখন ওই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষও পরিবর্তন চায়।
এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  
/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি