ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৩ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার তার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার টঙ্গীর বাসভবনের হল রুমে ওই ইশতেহার ঘোষণা করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও হাসান সরকারের নির্বাচনী সমন্বয়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাসাসের সিনিয়র সহসভাপতি বাবুল আহমেদ,জেলার সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য মাজহারুল আলম, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক, মাওলানা এসএম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে ১৯ দফা নির্বাচনী ইশতেহারে। ৪ পৃষ্ঠার এ ইশতেহারে শ্রমিকদের জন্যও আলাদা সুযোগ উল্লেখ করা হয়েছে।
ঘোষিত ১৯ দফা ইশতেহার হচ্ছে-
১। মাস্টার প্লান
২। নগর ভবন নির্মাণ
৩। সেবা দানকারী অন্যান্য সংস্থারর সাথে সমন্বয়
৪। দুর্নীতি দূরীকরণ ও স্বচ্ছতা
৫। শিক্ষা
৬। স্বাস্থ্য সেবা ও নিরাপদ খাদ্য
৭। আবাসন ব্যবস্থা
৮। নিরাপত্তা
৯। যাতায়ত ব্যবস্থার উন্নয়ন
১০। যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন
১১। নগরীর পরিচ্ছন্নতা
১২। বর্জ্য ব্যবস্থাপনা
১৩। সবুজ ও পরিবেশবান্ধব নগরায়ন
১৪। জলাবদ্ধতা দূরীকরণ
১৫। বিশুদ্ধ পানি সরবরাহ
১৬। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ
১৭। ক্রীড়া সংস্কৃতি ও বিনোদন
১৮। নাগরিক সেবা আধুনিকরণ
১৯। অন্যান্য কর্মসূচি
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি