ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

আচরণবিধি লংঘনের অভিযোগ বিএনপির

কোন্দল নিরসনে আ. লীগের কেন্দ্রীয় নেতারা গাজীপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২১ মে ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে ৬ সিটি নির্বাচনকে নিজেদের জন্য পরীক্ষা হিসাবে দেখছে। ইতোমধ্যে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে মেনেছে দলটি। তার ধারাবাহিকতায় জয় পেয়েছে খুলনা সিটি করপারেশন নির্বাচনে। এবার লক্ষ্য গাজীপুর সিটি নির্বাচনের দিকে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের বিজয় চায় আওয়ামী লীগ। এজন্য দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে শরিকদলসহ সবাইকে ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতরা গাজীপুরে অবস্থান করছেন।

হাইকমান্ডের নির্দেশে গতকাল রোববার আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে দলের প্রায় ডজন খানেক কেন্দ্রীয় নেতা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঘরোয়া বৈঠক করেছেন। বৈঠকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ও গাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে স্থানীয় নেতাদের মধ্যে গাজীপুর মহানগর এলাকার তিনজন সংসদ সদস্য এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ ঘরোয়া বৈঠক নিয়ে বিএনপিসহ অন্য দলের প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের ভাবিয়ে তুলছে। এনিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার গাজীপুরে টঙ্গীর নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের বাসভবনে ঘরোয়াভাবে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, ফারুক খান এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি এমপি ও জাহাঙ্গীর কবির নানক এমপি, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মুহিবুল হাসান নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ,  মহানগরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় অন্য নেতৃবৃন্দ বৈঠকস্থলের আশপাশে উপস্থিত থাকলেও তাদের সভাস্থলে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়নি। বৈঠকে মেয়র পদে জাহাঙ্গীর আলমের বিজয়কে সুনিশ্চিত করতে ও গাজীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়হীনতা এবং সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে না নিয়ে দলীয় মেয়র পদপ্রার্থীর গণসংযোগের বিষয়টিও স্থান পায়। এ সময় নেতারা বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকার জন্য মেয়র পদপ্রার্থীকে পরামর্শ দেন।

ওই বৈঠকে অংশ নেওয়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট  আজমত উল্লাহ খান জানান, টঙ্গীতে দলের স্থানীয় সংসদ সদস্যের বাসভবনের ওই ঘরোয়া বৈঠকে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও সাংগঠনিক বিভিন্ন দিক ও কৌশল নিয়ে বৈঠকে আলোকপাত করা হয়।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মেয়র পদপ্রার্থী (ধানের শীষ প্রতীক) হাসান উদ্দিন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। বিএনপির প্রার্থী হাসান সরকারের দাবি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের নির্বাচনী এলাকায় এ ধরনের বৈঠক আচরণবিধি লঙ্ঘন।

তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত নয়া তফসিল অনুযায়ী বর্তমানে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কারোর নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগ ও তাদের দলীয় প্রার্থী সেই আচরণবিধির কোনো তোয়াক্কা না করে প্রতিদিনই বিভিন্ন স্থানে প্রকাশ্যেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এসব ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না। সিটি করপোরেশন নির্বাচন বিধিমালার ২২ নম্বর বিধি অনুযায়ী কোনো মন্ত্রী বা এমপি বা সরকারি সুবিধাভোগী ব্যক্তি কোনো প্রার্থীর পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারেন না। কিন্তু সেই আচরণবিধিরও কোনো তোয়াক্কা করছে না আওয়ামী লীগ। দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী এলাকায় মন্ত্রী-এমপিদের গোপন বৈঠক আচরণবিধি লঙ্ঘন বলেও তিনি দাবি করেন।

আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ছয়জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে মেয়র পদে মূল লড়াই হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (নৌকা) ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকারের (ধানের শীষ) মধ্যে। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে একটি ওয়ার্ডে সাধারণ আসনের কাউন্সিলর পদে একজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

টিআর/  এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি