ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু ও তাজউদ্দীনের পরিবারে বিভেদ সৃষ্টি করা হচ্ছে: সোহেল তাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ১০ জুন ২০১৮

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। রোববার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ অভিযোগ করেন।

ফেসবুক পেজের স্ট্যাটাসে তিনি লেখেন, দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীনের পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।

তিনি আরও লেখেন, আমার প্রিয় কাপাসিয়াবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কাপাসিয়াতে কোনো অপরাজনীতি হতে দেবেন না।

সোহেল তাজ লিখেন,  বাংলাদেশের প্রথম প্রথানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়ার পবিত্র মাটিকে নিয়ে যারা নোংরা টাকার অপরাজনীতি করছেন, এই পবিত্র মাটিকে কুলষিত করার চেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই- কান টানলে মাথা আসবে- একে একে মুখোশ উন্মোচিত হবে I

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি