ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শপথ নিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:১১, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান। এছাড়া কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন।

এর আগে গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ওই নির্বাচনে মেয়র পদে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।

শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, গত নয় বছর ক্ষমতায় থেকে সরকার দেশের যে উন্নয়ন ঘটিয়েছে, তা আগামীতে অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী এ সময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বেশ কিছু দিকনির্দেশনা দেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি