ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

‘বঙ্গবন্ধুর ঘাতকদের প্রতিহত করতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৩০, ১৩ আগস্ট ২০১৮

বাংলাদেশকে নিরাপদ করতে বঙ্গবন্ধুর ঘাতকচক্রকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,যারা ১৫ আগস্ট জাতির জনকের শাহাদাতবার্ষিকীর দিনে ভুয়া জন্মদিন পালন করে, তারা বিকৃত রুচির মানুষ। এরা ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর খুনিদেরই উসকে দেয়। এদের প্রতিহত করতে হবে। প্রতিহত করা না গেলে বাংলাদেশকে নিরাপদ করা যাবে না।

সোমবার তথ্য অধিদফতর চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর আলোকচিত্র প্রদর্শনীতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ১৫ আগস্ট উপলক্ষে তথ্য অধিদফতর এই আয়োজন করে।

এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, এখনও বিপদ কাটেনি। ওদের চিরদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ নিরাপদ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব আবদুল মালেক ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি