ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ খালেদার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ১৫ আগস্ট ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি নেতারা। বুধবার বেলা ৩টার দিকে নাজিম উদ্দিন রোডের কারাগারে যাবেন দলের নেতারা।

এছাড়াও খালেদা জিয়ার ‘জন্মদিন’ উপলক্ষে বুধবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে দফতর থেকে জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ বাদ মাগরিব গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজা ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তখন থেকে বিএনপি নেত্রী সেখানেই আছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি