ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

‘আগামী নির্বাচনে খালেদা ও রাজাকারের চূড়ান্ত বিদায় হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৫৪, ৩০ আগস্ট ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য রাজাকার এবং রাজাকারের পৃষ্ঠপোষক খালেদা-বিএনপিকে বাদ দিতে হবে। আগামী নির্বাচনে খালেদা ও রাজাকারের চূড়ান্ত বিদায় হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে পিআইবির উদ্যোগে শোকাবহ আগস্ট স্মরণে সেমিনার কক্ষে বঙ্গবন্ধু ও গণমাধ্যম শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত আগে থেকেই হয়ে আসছে। বঙ্গবন্ধু হত্যার পর থেকে এ অপরাজনীতি শুরু হয়েছে। জঙ্গি-রাজাকারের আসল মা খালেদাকে বাদ দিয়ে অপরাজনীতি বন্ধ করতে হবে।

সভায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন জ্যেষ্ঠ সাংবাদিক স্বদেশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।  

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বঙ্গবন্ধু গবেষক ইতালির নাগরিক আন্না কোক্কিয়ারেল্লা, তথ্য সচিব আবদুল মালেক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ।

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি