ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হতে পারে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আগামী নির্বাচন সরকারি দলের নাগালের মধ্যে রাখার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। সরকার আসলে পুলিশি চাপ দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নৈঃশব্দের ভীতিকর পর্যায়ে নিয়ে এসেছে।

বিএনপি নেতা অভিযোগ করে বলেন, কীভাবে ইসি সরকারি দলের ভোট-সন্ত্রাস ও ডাকাতির ফলাফলের বৈধতা দেয়, সেটি গত নির্বাচনগুলোতে ফুটে উঠেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি