ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নতুন জোটের দাবি সংবিধান পরিপন্থী: তোফায়েল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে ঐক্য গড়ে আগামী নির্বাচন সামনে রেখে যেসব দাবি উত্থাপন করেছে, সেসব দাবির প্রত্যেকটাই সংবিধান পরিপন্থী। কারণ, নির্বাচনকালীন সরকার হিসেবে সংবিধান মোতাবেক ক্ষমতায় থাকবে ক্ষমতাসীন সরকার।’

আজ সোমবার দুপুর ১২টায় ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং অগণতান্ত্রিক, সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।’     

তিনি বলেন, ‘কেউ চাইলে আন্দোলন করতে পারেন, তবে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ‘২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আন্দোলনের নামে মানুষকে হত্যা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি দেওয়া সরকার কিংবা দলের বিষয় না। খালেদা জিয়ার মুক্তি হবে কি হবে না, তা নির্ধারিত হবে আদালতের মাধ্যমে। আদালতের মাধ্যমে তিনি যদি মুক্তি পান ভালো, তা না হলে তিনি জেলে থাকবেন।’

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি