ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। শুক্রবার বেলজিয়ামের হাউস অব রিপ্রেজেনটেটিভ-এর প্রেসিডেন্ট শিকফ্রেড ব্রেকের সঙ্গে সাক্ষাতে স্পিকার এ কথা বলেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দশম এশিয়া-ইউরোপিয়ান পার্লামেন্টারি পার্টনারশিপ মিটিংয়ে (আসেপ-১০) যোগদান উপলক্ষে বেলজিয়ামের ব্রাসেলসে স্পিকার বর্তমানে রয়েছেন।

শিকফ্রেড ব্রেকের সঙ্গে সাক্ষাতে স্পিকার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপিয়ান পার্লামেন্টের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা ও বিরোধী দলের নেতা—সবাই নারী। জাতীয় সংসদে মোট ৭৩ জন নারীর প্রতিনিধিত্ব রয়েছে।
জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা খুবই কঠিন কাজ বলে উল্লেখ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এ সমস্যার প্রভাব পড়ছে প্রতিদিনের জীবনযাত্রায়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি