ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কর্মসূচি নির্ধারণে বৈঠকে বিএনপির নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩০, ১০ অক্টোবর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন ও বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছেন আদালত। এ রায়ের প্রতিবাদে বিএনপি কি ধরনের কর্মসূচি দিবে এনিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার বেলা ১১টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। বৈঠকে নেতারা রায় পর্যবেক্ষণের পর রায়ের প্রতিক্রিয়া জানাবেন তারা।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামনসহ পুলিশের গাড়ি ও সাজোয়া ভ্যান রাখা হয়েছে।

মতিঝিল জোনের সহকারী উপ পুলিশ কমিশনার (এডিসি) শিবলী নোমান জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে প্রতিহিত করা হবে। জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি আমরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি