ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

একুশ আগস্ট গ্রেনেড হামলার রায় বাতিলের দাবি রিজভীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৬ অক্টোবর ২০১৮

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিলের দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নি। এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে। অথচ তারেক রহমান এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয়। জোর করে মুফতি হান্নানেকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাহার আকন্দের তদন্ত বাতিল করে নতুন করে মামলার তদন্ত করতে হবে। ওই তদন্ত সঠিক হয় নি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় এসব তৎপরতার একটি।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি