ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ৮টি ইসলামী দলের সংলাপ কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৪, ৫ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ৮টি ইসলামী দলের সংলাপ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপের সময় ঠিক করা হয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীকে দেয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর চিঠিটি দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের হাত থেকে গ্রহণ করেন মাওলানা খোরশেদ আলম ও  আল আমীন।
 

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি