ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৩ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২৩, ১৪ নভেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ৩ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত। আজ বুধবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতে শুনানি শেষে বিচারক মাহমুদুল কবীর এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে আংশিক শুনানি হয়। এ মামলায় আরেক আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মওদুদ আহমদের করা সময় আবেদনে সমর্থন তিনি।

এর আগে গত ৮ নভেম্বর খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে আদালতে নেয়া হয়। ওইদিন শুনানি ১৪ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়। নাইকো দুর্নীতি মামলার বিচার এর আগে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থপিত আদালতে হত।

গত ৭ নভেম্বর কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসানোর আদেশ জারি হয়।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি