ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মহাজোটে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছি: মাহী বি চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১৯ নভেম্বর ২০১৮

যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, বিকল্পধারা রাজনীতিতে একটি নিউ ইলিমেন্ট। আদর্শিক, গণতান্ত্রিক অবস্থানে থেকে আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে মহাজোটে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছি।

সোমবার দুপুরে বিকল্পধারার চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মাহী এসব কথা বলেন।

মাহী আরও বলেন, তরুণ প্রজন্মের জন্য নতুনত্ব কী- তার বেশকিছু পরিকল্পনা নিয়ে মহাজোটের সঙ্গে আমাদের এ সপ্তাহে বৈঠক হবে।

এর আগে দুপুর ১টার পর যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি চৌধুরী তাকে স্বাগত জানান।

বৈঠকে বি চৌধুরী ও মাহী বি চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি