ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত ছাত্রলীগের সম্পাদক আইসিইউতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ২০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২২, ২০ নভেম্বর ২০১৮

গোলাম রব্বানী। ফাইল ছবি

গোলাম রব্বানী। ফাইল ছবি

Ekushey Television Ltd.

দুদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।

তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর‌্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপসম্পাদক শফিকুল আলম রেজা।

তিনি মঙ্গলবার গণমাধ্যমকে জানান, আজ রাব্বানীর শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় আইসিইউতে নেওয়া হয়। এখন তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী হাসানের তত্ত্বাবধায়নে আছেন। গোলাম রাব্বানীর বাবা এম এ রশিদ আজাদ ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

‌শফিকুল আলম আরও জানান, সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় গোলাম রাব্বানীকে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি