ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণভবনে প্রধানমন্ত্রী-এরশাদের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ২০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৫, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নির্বাচনি জোটের শরিক জাতীয় পাটি। মঙ্গলবার রাতে তার সরকারি বাসভবন গণভবনে গিয়ে দেখা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন রওশন এরশাদ, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পাটির চেয়ারম্যান এরশাদের মধ্যে এই বৈঠব অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আরও জানা যায়, জাতীয় পার্টির নেতারা সন্ধ্যায় ৬টার একটু পরে গণভবনে যান। এর কাছাকাছি সময়ে সেখানে যান ওবায়দুল কাদের ও সাহারা খাতুন। এই আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, অনেকেই ধারনা করছেন জোটের আসন ভাগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাৎ করলেন জাতীয় পাটির শীর্ষ এই নেতারা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি