ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিরো আলমকে ক্লাউন বললেন তসলিমা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪১, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হিরো আলম নানা কারণেই আলোচিত। ডিস ব্যবসায়ী থেকে চলচ্চিত্র অভিনেতা সেখান থেকে রাজনীতিক বনে যাওয়া এ নিয়ে রিতীমত ঝড় বইছে বাংলাদেশের নানা অঙ্গণে। বিভিন্ন গণমাধ্যম এখন তার পেছনেই সময় ব্যয় করছে। আর এই লোকটিকেই নতুন এক ক্লাউন বললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এ নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যটাস দেন। সেটি তুলে ধরা হলো-   

তসলিমা নাসরিন লেখেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলো হিরো আলম নিয়ে পড়েছে। পাগলের মতো তার সাক্ষাৎকার নিচ্ছে সবাই। বাজারের জনপ্রিয় গানের সঙ্গে লিপ মিলিয়ে ভাড়া করা `অভিনেত্রী`র সঙ্গে তার যে নাচানাচির ভিডিও ইউটিউবে আছে, সেগুলো নিতান্তই কুরুচিপূর্ণ, হাস্যকর এবং বিরক্তিকর জিনিস। সেগুলোর দর্শক বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ। মানুষের `ভালোবাসা` পেয়ে হিরো আলম এখন ভোটে দাঁড়াচ্ছেন। একসময় মন্ত্রী হবেন। হয়তো প্রধানমন্ত্রীও হবেন। আসলে হিরো আলম বাংলাদেশের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত লোক। দেশটাও হিরো আলমের উপযুক্ত হয়ে উঠেছে এতদিনে।’

তিনি আরও লিখেন, ‘গরিব থেকে ধনী হলে, বা স্ট্রাগল করে বড় হলে বা সোজা সরল হলেই কি ভোটে দাঁড়ানোর যোগ্য হয় কেউ? লোকে বলে হয়। দুর্নীতিগ্রস্ত আর কুটিল জটিল রাজনীতিক দেখতে দেখতে মানুষ এখন সাদাসিধে কাউকে দেখলেই তাকে দেশ শাসনের ভার দিতে চায়। সাদাসিধে আর সৎ হলেই যে ভালো রাজনীতিক হওয়া সম্ভব তা তো নয়।’

তার মতে, ‘রাজনীতির জগতটাকে একটা সার্কাস বানিয়ে ফেলেছে। বাংলাদেশের সংসদে তো কম ক্লাউন নেই। হিরো আলম নামে নতুন এক ক্লাউনের নিশ্চয়ই ওখানে জায়গা হবে।’

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি