ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

‘বিএনপি নেতা হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৪ নভেম্বর ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি নেতা অপহরণের পর হত্যার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। একইসঙ্গে সম্প্রতি গুম ও খুনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর খামার বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১২ এর ২৭ নং ওয়ার্ড যুবলীগের সঙ্গে মতবিনিময় করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন,‘যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা ও সম্প্রতি পিএইচডি গবেষক নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই এসব ঘটনার রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইন শৃঙ্খলাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এসব ঘটনার রহস্য উদঘাটনে।

তবে কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, এসব ঘটনার সাথে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নেই। বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতাও নেই। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি