ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও মনোনয়ন পেলেন মমতাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর) আসনে ফের  আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লোকসম্রাজ্ঞী’খ্যাত মাটি ও মানুষের শিল্পী মমতাজ বেগম।

রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেন ফোকগানের দেশবরেণ্য এই গায়িকা।

শিল্পী মমতাজ বলেন, মানুষের ভালোবাসা আর জননেত্রী শেখ হাসিনার নেক নজর সবসময় আমার উপর ছিলো। আমাকে মনোনয়ন দেওয়ায় এলাকাবাসী খুব খুশি।

তিনি বলেন, আগামীতে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগোতে চাই। আগেও বলেছি, এখনো বলছি নির্বাচনে জয়ী হলে আমার এলাকাকে শহরে গ্রামে পরিণত করবো, ইনশাআল্লাহ্‌।

এই আসনের বর্তমান এমপি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম। ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে, দ্বিতীয়বার ২০১৪ সালের নির্বাচনে তিনি এমপি হন।

উল্লেখ্য, আজ থেকে ২৩০ আসনে মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। কোনো কোনো আসনে বিকল্প হিসেবে দুইজন অথবা তিনজনকেও চিঠি দেয়া হচ্ছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি