ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৬ নভেম্বর ২০১৮

নৌকাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।     

সোমবার খানসামা উপজেলা আওয়ামী লীগ (পাকেরহাট) কার্যালয়ে দলীয় চেয়ারম্যানবৃন্দ, নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।   

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যে উন্নয়ন হয়েছে সেটা জনগণের কাছে পৌঁছাতে হবে। আমার মনোনয়ন পাওয়ায় আপনারা খুশি হয়েছেন কিন্তু এখন আপনাদের নৌকার পক্ষে কাজ করে সেটার প্রমাণ করতে হবে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। মানুষ সবকিছু সহজেই ভুলে যায়। এর জন্য উন্নয়নের কথাগুলো সাধারণ জনগণকে বারবার বলতে হবে। গত ইউপি নির্বাচনে খানসামা উপজেলায় নৌকা মার্কার যেভাবে বিজয় সুনিশ্চিত হয়েছে তা আগামী নির্বাচনে করে দেখাতে হবে।

সোমবার সকাল সাড়ে ১১টায় খানসামা ও চিরিরবন্দর উপজেলার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১০ বছরে এ দুই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ, ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ২৪ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ব্রীজ নির্মাণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। আবার অনেক কাজ চলমান রয়েছে। আমরা এত পরিমাণে ক্ষুদ্র সেতু নির্মাণ করেছি এখন তো আর খানসামা-চিরিরবন্দরে ক্ষুদ্র সেতু দেওয়ার আর কোনো যায়গা নেই। এসব উন্নয়নের কথাগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। তাদেরকে বোঝাতে পারলেই তারা উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিবে।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি মিসেস শাহীন আলী, উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, আইনুল হক শাহ প্রমুখ।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি