ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

আ. লীগের বর্ধিত সভায় তৃণমূল নেতাদের অভিমত

পটিয়াকে বদলে দিয়েছেন এমপি সামশুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৮ নভেম্বর ২০১৮

 

পটিয়া থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার এমপি পদপ্রার্থী সামশুল হক চৌধুরী উন্নয়নের মাধ্যমে পটিয়াকে বদলে দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন তৃণমূলের নেতারা।

মঙ্গলবার পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের নেতারা এ অভিমত ব্যক্ত করেন।

এ সময় নেতার বলেন, এমপি সামশুল হক বিগত দুই মেয়াদে পটিয়ায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। বর্তমানে আরও প্রায় ৫শত কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নাধীন রয়েছে। বলতে গেলে স্বাধীনতার পর থেকে নানান ষড়যন্ত্রে পটিয়ার উন্নয়নের চাকা যেন পিছনেই চলেছিল। কিন্তু বিগত দুই মেয়াদে জনগণের রায় নিয়ে এমপি সামশুল হক চৌধুরী পটিয়ার সদর থেকে গ্রাম-গঞ্জ পর্যন্ত উন্নয়নের মাধ্যমে পটিয়াকে রোল মডেলে পরিণত করেছেন।

নেতার আরও বলেন, শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ আইন-শৃঙ্খলা, নারীর ক্ষমতায়ন, অসহায় দু:স্থদের পুনর্বাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি ব্যাপক উন্নয়নের মাধ্যমে পটিয়ার মাটি ও মানুষের হৃদয় জয় করেছেন। বর্তমানে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে তাকে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো চট্টগ্রাম-১২ পটিয়া আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দান করেছেন। তাকে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে পটিয়ার উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। এ জন্য পটিয়ার সর্বস্তরের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগসহ সব অংগ সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা ডা. তিমির বরণ চৌধুরী, নাছির আহমদ চেয়ারম্যান, আ ম ম টিপু সুলতান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, এম এ হাসেম, মাহবুবুর রহমান, গাজী ইদ্রিস, ইনজামুল হক জসিম, আহমদ নুর, রনবীর ঘোষ টুটুন, ইব্রাহিম বাচ্চু, শাহীনুল ইসলাম শানু, আইয়ুব বাবুল, আলমগীর আলম, আবদুল খালেক, আজিমুল হক, আলমগীর খালেদ, আবু ছালেহ চৌধুরী, ফজলুল হক আল্লাই, এম এন এ নাছির, নাছির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করেছে, তা বিগত সময়ে কোনও সরকার করেনি।

দৃশ্যমান উন্নয়ন রাস্তা-ঘাট, বড় বড় ব্রীজ, কালভার্ট, কমিউনিটি ক্লিনিক, সোলার বাতি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ভবন ছাড়াও বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই, উপবৃত্তি, ভিজিএফর চাউল, ১০ টাকার চাউল এগুলো শেখ হাসিনার সরকার চালু করেছে। তাই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে ও পটিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে সাধারণ জনগণের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

আআ//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি