ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৯, ৮ ডিসেম্বর ২০১৮

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার দুপুর ১টার দিকে মিলনের সমর্থকরা গেটে তালা দেন।

চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এহসানুল হক মিলন। কিন্তু সেখানে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেন। তাই মিলনের সমর্থকরা মোশাররফ হোসেনের পরিবর্তে এহসানুল হক মিলনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এর আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। মনোনয়নের দাবিতে মিলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তার সমর্থকরা।

পরে তারা প্রবেশপথে তালা লাগিয়ে দেন। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে আগে থেকে অবস্থান করা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভিসহ কয়েকজন কর্মকর্তা আটকা পড়েন।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি