ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাজার জিয়ারতের মাধ্যমে নওফেলের নির্বাচনী প্রচারণা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১১ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে হযরত শাহ সুফি আমানত খান (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার সকালে নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন।

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম-৯(কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার)আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে আসনে নওফেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।এই দুই ‘হেভিওয়েট’ প্রার্থীর আসনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি