ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ফরিদপুর বিভাগ বাস্তবায়ন প্রক্রিয়াধীন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৩, ১৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফরিদপুরের উন্নয়নের বিষয়ে ভোটারদের উদ্দেশ্যে বলতে গিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফরিদপুর বিভাগ বাস্তবায়ন প্রক্রিয়াধীন। আশপাশের জেলাগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।’

তিনি আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কমরপুর মোড়ে নির্বাচনি পথসভায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই। সেজন্য দরকার আপনাদের (ভোটার) সমর্থন। আপনারা আগামী নির্বাচনে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিন। নৌকাকে ভোট দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিন।’

শেখ হাসিনা বলেন, ‘অতীতে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সরকার গঠন করতে সহায়তা করেছিলেন বলেই আজ আমরা উন্নয়নের মহাসড়কে। এ গতি যেন থেকে না যায়। সে জন্য নৌকা মার্কায় ভোট চাই। আমরা আর যুগে ফিরে যেতে চাই না। সন্ত্রাসীরা ক্ষমতায় আসুক আমরা চাই না। অন্ধকার থেকে আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। এ যাত্রা যেন অব্যাহত থাকে।’

ঢাকায় ফেরার পথে এটি শেখ হাসিনার দ্বিতীয় পথসভা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি