ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ’র পরিবর্তে ডাবলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২০ ডিসেম্বর ২০১৮

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এসএ জিন্নাহ কবিরের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সেখানে তার পরিবর্তে খন্দকার আবদুল হামিদ ডাবলুর মনোনয়ন গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।     

আজ বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবদুল হামিদ ডাবলুর এক রিট শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট।   

এ দুজনকে বিএনপি ওই আসনে মনোনয়ন দেয়। পরে ডাবলুকে বাদ দিয়ে জিন্নাহকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।

ডাবলুর দাবি-দল তাকে মনোনয়ন দিয়েছে। তাই জিন্নাহর মনোনয়ন বাতিল করা হোক। এ দাবিতে জিন্নাহর মনোনয়ন বাতিল চেয়ে রিট করেন তিনি।   

এসি 
     


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি