ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পাবে : হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ২৯ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরই নিরঙ্কুশ বিজয় হবে। একই সঙ্গে কাল রোববারের নির্বাচনে বিএনপি ২০টি আসনও পাবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন, আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, সারা দেশে মানুষের মধ্যে যে নৌকার প্রতি জোয়ার, সেই জোয়ারে বিএনপি আদৌ যে ১৫/২০টা আসন পাবে, এটি নিয়েই আমার যথেষ্ট সন্দেহ আছে। জনগণও সন্দেহ পোষণ করতেছে। এখন পর্যন্ত এমন একটি আসন দেখা যায় নাই, যেখানে বিএনপির প্রতি মানুষের খুব একটা ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ এখানে নিরঙ্কুশ বিজয় লাভ করবে। আমি তো মনে করি, যেটা জরিপে এসেছে, যে এই নির্বাচনে ২৫০ এর অধিক আসন আওয়ামী লীগ পাবে। আমার মনে হয় যে, জরিপটা যথার্থই আছে। আমাদের ভাবতে হচ্ছে, যে বিএনপি কোন আসনে জয়লাভ করবে সেটাই তো আমি বুঝতে পারতেছি না।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি