ভোট দিলেন সজীব ওয়াজেদ জয়
প্রকাশিত : ১১:০১, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৬, ৩০ ডিসেম্বর ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় আজ সকালে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
আজ রোববার সকাল ৮টায় দেশব্যাপী শুরু হওয়া ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সকাল ১০টা ২৫ মিনিটে সজীব ওয়াজেদ জয় এই কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন।
সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলা বাগান থানা নিয়ে গঠিত ঢাকা ১০ আসনের একটি কেন্দ্র।
ভোট প্রদানের পরে জয় দেশবাসীকে বিশেষ করে তরুণ এবং নতুন ভোটারদের স্বাধীনতা বিরোধী ও মানবতা বিরোধীদের নিয়ে জোটবদ্ধদের ভোট না দেয়ার আহবান জানান।
তিনি বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এ বিষয় তিনি সকলকে সজাগ থাকার আহবান জানান।
তিনি বলেন, নির্বাচনের পরে বিএনপি-জামাত নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে তাদের ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি বন্ধ করতে হবে।
কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় দেশব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এসএ/
আরও পড়ুন