ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবকিছু দিয়ে জনগণের পাশে থাকব: নওফেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাবার মতো সবকিছু দিয়ে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম  ৯ আসন থেকে নির্বাচিত সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।      

তিনি বলেন, আমি আমার বাবা প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মতো আমার সবকিছু দিয়ে জনগণের পাশে থাকবো। তাদের সেবায় নিয়োজিত থাকবো।   

আজ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।   

এসময় তিনি বলেন, ‘আমি নির্বাচনি প্রচারে গিয়ে অভিভূত হয়েছি এই দেখে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকর্ষণ সাধারণ মানুষের কাছে ম্যাজিকের মতো। সাধারণ মানুষ প্রধামন্ত্রীর উন্নয়নের প্রতি সম্পূর্ণরূপে আস্থাশীল।  প্রধানমন্ত্রী যেমন মনে করেন, এটি ক্ষমতা নয় দায়িত্ব। আমিও মনে করি, জনগণের সেবা করা আমার দায়িত্ব।’   

প্রসঙ্গত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। তিনি চট্টগ্রামের কিংবদন্তীতুল্য প্রয়াত রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর পুত্র।   

আআ/এসি  
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি