ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

৪১টি ওয়ার্ডের ৩৯টির ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি

প্রকাশিত : ১৮:২০, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৩, ২৮ মার্চ ২০১৭

চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টির ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে চট্টগ্রামের জামালখানের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় এতথ্য জানান নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। সেসময় তিনি আরো বলেন, আগামী ৩ মাসের মধ্যে এসব ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচন ও সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে।  এর মধ্যে প্রথম মাসে সদস্য সংগ্রহ অভিযান ও দ্বিতীয় মাসে প্রচারণার কাজ চলবে।  তৃতীয় মাসে সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে নতুন ওয়ার্ড কমিটি গঠিত হবে। এছাড়া আগামী এক মাসের মধ্যে নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি