ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্বাধীনতার পর এবারই প্রথম মেহেরপুর থেকে মন্ত্রিসভার সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২০, ৭ জানুয়ারি ২০১৯

মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের মুজিবনগরে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল। তবে স্বাধীনতার পর এবারই প্রথম মেহেরপুরের কেউ পতাকাবাহী গাড়িতে চড়ার সুযোগ পেতে যাচ্ছেন।

মেহেরপুরের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

দেশের স্বাধীনতার পাঁচ দশক ছুঁতে চললেও এতদিন মেহেরপুরের কারো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হওয়ার সুযোগ হয়নি। মেহেরপুর-১ আসনে দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন এমন খবরে তাই জেলার রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বইছে।

ফরহাদ হোসেন বাবা প্রয়াত ছহি উদ্দীন বিশ্বাস আওয়ামী লীগের প্রথম যুগের নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক।

১৯৭০ সালে গণপরিষদের সদস্য নির্বাচিত ছহি উদ্দীন বিশ্বাস ১৯৮৬ সালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি প্রয়াত হন।

পিতা ছহি উদ্দীন বিশ্বাসের মৃত্যুর পর ঢাকা সিটি কলেজে শিক্ষকতা শুরু করেন ফরহাদ হোসেন।

তার স্ত্রী কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের মেয়ে সৈয়দা মোনালিসা। বর্তমানে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৪ সালে প্রথম এমপি নির্বাচিত হন ফরহাদ।

এমএইচ/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি