ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ডিএনসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন 

প্রকাশিত : ২০:০৫, ৩০ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যান্ড সংগীত শিল্পী শাফিন আহমেদ।    

বুধবার (৩০ জানুয়ারি) জাপার চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২০১৫ সালে শাফিন আহমেদ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম থেকে ডিএনসিসি’র মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন।

তিনি এনডিএম-এর সর্বোচ্চ পরিষদের সদস্য ছিলেন। শাফিন আহমেদ গেলো বছর এনডিএম ত্যাগ করেন।

দেলোয়ার জালালী জানান, বুধবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

তিনি জানান, এরইমধ্যে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন পত্র এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি