ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্রলীগ কর্মীদের চকবাজারের হতাহতদের পাশে থাকার আহ্বান

প্রকাশিত : ২১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২২:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াল আগুনে হতাহতদের পাশে থাকার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহব্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।    

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন। ছাত্রলীগ অসহায়-নির্যাতিত ছাত্রদের সংগঠন। চকবাজারে হতাহত পরিবারের পাশে নগর দক্ষিণের ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এছাড়া ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিটের ছাত্রলীগকে নির্দেশনা দেয়া হচ্ছে।

এদিকে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের সুচিকিৎসা ও সহযোগিতার নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকার অন্তর্গত সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে সার্বক্ষণিক সহযোগিতা ও রক্তদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি