ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নিবেন ৭ মার্চ

প্রকাশিত : ২২:৫৫, ২ মার্চ ২০১৯

একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত গণফোরাম দলীয় সংসদ সদস্য সুলতান মুহাম্মাদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খান ৭ মার্চ শপথ নিবেন। গণফোরাম নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান মুহাম্মাদ মনসুর আজ সন্ধ্যায় বলেন, আগামী ৭ মার্চ শপথ গ্রহণের ইচ্ছা প্রকাশ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আমরা চিঠি দিয়েছি।

তিনি বলেন, জনগণ সংসদে যাওয়ার জন্য তাকে নির্বাচিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে এবং মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মূলত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং গণফোরামকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসন লাভ করে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি