ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জুম্মার নামাজের পর ঢাকায় বিক্ষোভ করবে হেফাজত

প্রকাশিত : ১২:৩৯, ৮ মার্চ ২০১৯

আজ শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একসংবাদ বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল করবে হেফাজত।

সংবাদ বিজ্ঞপ্তিতে হেফাজত জানিয়েছে, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন এবং হেফাজত আমির আহমদ শফী সম্পর্কে কটূক্তি ও কওমি মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদেই  এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত অনুসারীরা।

এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমীর এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি