ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ওবায়দুল কাদের কবে হাসপাতাল ছাড়বে জানা যাবে আজ

প্রকাশিত : ১০:১৫, ৪ এপ্রিল ২০১৯

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতোমধ্যে তার স্বাস্থের অবস্থার উন্নতি হয়েছে। তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা আজ বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করবেন। পরে তাঁরা হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

তবে সড়ক পরিবহন মন্ত্রণালয় জানা গেছে, আগামীকাল শুক্রবার ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন। চলাফেরা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এবিষয় জানতে চাইলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মো. আবু নাসের গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সেতুমন্ত্রী সপরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতাল ছাড়ার সময় জানাবেন।

গত ২০ মার্চ সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি