ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সংবর্ধনা কাল

প্রকাশিত : ১৫:৩৫, ২ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৮, ২ মে ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা দিবে তার সুহৃদ ও শুভার্থীরা।

আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একুশে টেলিভিশন অনলাইনকে তা নিশ্চিত করেছেন আয়োজক কমিটির অন্যতম রাহুল বড়ুয়া।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ায় এ সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেজাউল হক চৌধুরী মুশতাক, যার চিন্তা থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিটি সর্বপ্রথম লিখিতভাবে এসেছিল।

আয়োজক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সব সুহৃদ ও শুভার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জুলফিকার আলী মানিক, নির্মল চ্যাটার্জী, নির্মল রোজারিও ও রাহুল বড়ুয়া।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নিযুক্ত হন।

আআ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি