ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি-জামায়াতকে চিরতরে উপড়ে ফেলতে চাই

প্রকাশিত : ২১:০২, ১১ মে ২০১৯ | আপডেট: ২২:২৪, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,বিএনপি-জামায়াতকে চিরতরে উপড়ে ফেলতে চাই। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিএনপি-জামায়াতের মতো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াত যতোদিন থাকবে বাংলাদেশের জন্য ঝুঁকি ততো থাকবে।এরা  বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করবে।’

শনিবার চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত বাংলাদেশের জন্য ক্যান্সারের মতো বিষফোঁড়া উল্লেখ করে তিনি বলেন, খুনি, সন্ত্রাসী- দুর্নীতিবাজ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব এদেশে যতদিন থাকবে ততোদিন বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ এগিয়ে যাবে। বিএনপি-জামায়াত মুক্ত করে সোনার বাংলা আমরা গড়বই।’

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ সামশুল হক চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি