ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বুধবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯:০৩, ১৪ মে ২০১৯ | আপডেট: ২৩:০১, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে বুধবার দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওবায়দুল কাদেরের দেশে ফেরার বিষয়ে সব আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লাইট চূড়ান্ত করা হয়েছে। বুধবার দুপুর পৌনে চারটায় তিনি সিঙ্গাপুর থেকে বিমানযোগে দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ ওবায়দুল কাদের হৃদরোগে আক্রন্ত হলে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পরদিন ৪ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ২০ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সার্জারি করা হয়। ৫ এপ্লিল হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তিনি এত দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

এমএস// এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি