ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

নরেন্দ্র মোদিকে ড. কামালের অভিনন্দন

প্রকাশিত : ১১:২৩, ২৫ মে ২০১৯

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয়ী হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এ সময় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহকেও অভিনন্দন জানান ড. কামাল।

শুক্রবার পৃথক দুই চিঠিতে এ অভিনন্দন জানান ড. কামাল।

চিঠিকে ড. কামাল লিখেছেন, সাধারণ নির্বাচনে বিজেপির নিশ্চিত বিজয়ে গণফোরামের পক্ষ থেকে আপনাকে (নরেন্দ্র মোদি) ও আপনার সহকর্মীদের অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জনগণ ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে অনেক আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে।

চিঠিতে আরও উল্লেখ করেন, গণফোরামের পক্ষ থেকে আমি ও আমার সহকর্মীরা আপনার দলের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই; যাতে উভয় দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী হয়। অদূর ভবিষ্যতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের প্রত্যাশা করেন কামাল হোসেন।

চিঠিতে কামাল হোসেন আরও লিখেন, দ্বিতীয়বারের মতো ভারতের জনগণের শক্তিশালী রায় পাওয়া বড় ধরনের অর্জন। গণপ্রজাতন্ত্রী ভারতের গণতান্ত্রিক কাঠামো ও নির্বাচনী প্রক্রিয়ার শক্তি ও বলিষ্ঠতা দেখে বাংলাদেশের জনগণ অনেক বেশি অনুপ্রাণিত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি